বিমা নিয়ে বিরক্ত: পোর্টিংয়ের আগে মাথায় রাখুন এগুলি

আপনার বর্তমান পলিসিটি রিনিউয়ালের অন্তত 45 দিন আগে আপনাকে portability request করতে হবে।

35 বছর বয়সী মাহি দীর্ঘদিন ধরে চাইছেন তাঁর বর্তমান স্বাস্থ্য বিমা পলিসি পরিবর্তন করতে। তিনি চাইছেন বেশি কভারেজ অফার করে এমন একটি পলিসিতে স্যুইচ করতে। তাঁর সমস্ত পোর্টিং রিকোয়েস্ট ক্রমাগত খারিজ করা হচ্ছিল। এর কারণ কী, তা মাহি বুঝতে পারছিলেন না। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের একটি পলিসি পোর্ট করার প্রতিটি দিক স্পষ্টভাবে বুঝতে হবে।

সাধারণত, কেউ যখন তাঁদের বর্তমান বিমাকারী অতিরিক্ত প্রিমিয়াম চার্জ করে বা সেই পলিসি থেকে প্রাপ্ত পরিষেবা বা কভারেজে সন্তুষ্ট না হয় তখন তাঁরা পলিসি পোর্ট করার দিকে নজর দেন। মাহির মতো আপনিও যদি আগের থেকে প্রাপ্ত সুবিধাগুলি বাদ না দিয়ে পলিসি A থেকে B তে পোর্ট করতে চান, তাহলে আপনার কিছু জিনিস অবশ্যই মনে রাখা উচিত।

আপনার বর্তমান পলিসিটি রিনিউয়ালের অন্তত 45 দিন আগে আপনাকে portability request করতে হবে। আপনার পলিসি শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবেদন করলে, বিমাকারী আপনার request খারিজ করতে পারে।

নতুন বিমাকারী আপনার পোর্টিং request গ্রহণ করার আগে বিভিন্ন মাপকাঠিতে আপনার আবেদন যাচাই করবে। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম পেমেন্টের ট্র্যাক রেকর্ড, কোনও নির্দিষ্ট শর্ত বা আগে থেকে থাকা রোগে আপনি ভুগছেন কিনা ইত্যাদি। যদি আপনার প্রিমিয়াম সময়মতো পরিশোধ না করার প্রবণতা থাকে বা আপনি ঘন ঘন ডিফল্ট করেন, তাহলে আপনার আবেদন রিজেক্ট করা হতে পারে।

Policybazaar.com-এর Business Head of Health Insurance arm সিদ্ধার্থ সিংঘলের মতে, আপনার প্রয়োজনের ভিত্তিতে পোর্টিং করা উচিত। পলিসি হোল্ডারের যদি সদ্যজাত সন্তান থাকে, তাহলে তাঁর আগের থেকে অনেক বেশি OPD খরচের সম্ভাবনা রয়েছে। ব্যয়বহুল comprehensive OPD খরচ, টিকা দেওয়ার খরচ এবং ডায়াগনস্টিক কভারেজের জন্য নতুন পলিসির ক্ষতিপূরণ দেওয়া উচিত।

এছাড়াও, আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের অবস্থার অবনতি আপনার ঘন ঘন ক্লেমের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। মনে রাখবেন, যদি বিমা কোম্পানি জানতে পারে যে আপনি রেগুলার যথেষ্ট ক্লেম করেছেন তাহলে বিমাকারী আপনার REQUEST অস্বীকার করতে পারে। ফলে যদি বৃদ্ধ হোন আর নানা ধরণের রোগে ভোগেন তাহলে পুরনো পলিসি চালিয়ে যান।

IRDA নির্দেশিকা অনুসারে আপনার নতুন বিমা কোম্পানি আপনার আবেদনের 15 দিনের মধ্যে আপনার portability request গ্রহণ করেছে বা প্রত্যাখ্যান করেছে কিনা তা জানাতে হবে। পোর্ট করার সময় কম বিধিনিষেধ রয়েছে এমন বিমা পলিসি খোঁজার পরামর্শ দেওয়া হয়।

এখন দেখা যাক, কোন বিষয়গুলো আপনার বিবেচনা করা উচিত? আর্থিক পরিকল্পনাকারি ভক্তি রসালের মতে, আগে থাকা রোগ, চিকিৎসার ইতিহাস বা জীবনধারার অভ্যাসকে খোলাখুলিভাবে প্রকাশ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে ব্যর্থ হলে নতুন বিমা কোম্পানির Request রিজেক্ট হতে পারে। তাঁর মতে, ক্লায়েন্টদের নতুন বিমা কোম্পানির দেওয়া বিমা এবং কভারেজটিও সাবধানতার সঙ্গে পর্যালোচনা করা উচিত। এটি নিশ্চিত করবে যে পলিসিহোল্ডার তাঁর প্রয়োজনীয়তার জন্য সর্বোত্তম সম্ভাব্য কভারেজ পান।

পোর্ট করার সময় ওয়েটিং পিরিয়ড সম্পর্কে সতর্ক থাকুন। ধরুন আপনার আপনার আগের পলিসির অধীনে একটি pre-existing শর্ত ছিল যা 3 বছরের ওয়েটিং পিরিয়ডের কথা বলে। অর্থাৎ আপনি পোর্ট করার 2 বছর আগে থেকেই সেটি serve করছেন। এখন, নতুন পলিসির অধীনে আপনাকে আর এক বছর অপেক্ষা করতে হবে। কিছু পলিসি রয়েছে যা আপনার বর্তমান প্ল্যানের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি বিমা অফার করতে পারে, সেক্ষেত্রে ওয়েটিং পিরিয়ডের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করতে পারে।

Published: December 21, 2023, 14:56 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App