উইল: প্রত্যেকটি ধাপই গুরুত্বপূর্ণ

মৃত্যুর আগে যতবার ইচ্ছে উইল কেউ পরিবর্তন করতে পারলেও মৃত্যুর পর আর তা পরিবর্তন করা যায় না।

দীপক তাঁর আইনজীবীর সঙ্গে খুবই ব্যস্ত রয়েছে কয়েকদিন ধরে। কারণ তিনি তাঁর চারটি আলাদা আলাদা সম্পত্তি নিয়ে চারটি আলাদা তৈরি করছেন। যদিও তিনি জানেন না একই ব্যক্তির আলাদা আলাদা সম্পত্তির জন্য আলাদা করে উইল করার প্রয়োজন আছে কি না।

এর উত্তর জানার আগে আমাদের জানা উচিত উইল কেন তৈরি করা হয়। একটি উইল হল কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর স্থাবর, অস্থাবর সম্পত্তির কী হবে তার হদিশ। ওই সম্পত্তির কী হবে বা কারা এই সম্পত্তি পাবেন তা সবই উইলে লেখা থাকে। উইলে যাঁদের নাম লেখা থাকে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর সেই সম্পত্তির মালিক হন ওই ব্যক্তি।

উইল মূলত কোনও ব্যক্তির মৃত্যুর পর কাজে আসে। তাই মৃত্যুর আগে যতবার ইচ্ছে উইল কেউ পরিবর্তন করতে পারলেও মৃত্যুর পর আর তা পরিবর্তন করা যায় না। যে সব ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে তাঁরা অনেকেই জীবদ্দশাতে সাধারণত এই উইল করে যান। কারণ তা না হলে তাঁর অবর্তমানে সমস্যা বাড়বে বই কমবে না। তবে বেশিরভাগ মানুষই এই উইল করতে ভুলে যান।

পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা একটা অতিপরিচিত ঘটনা। এই নিয়ে সারা দেশে বহু মামলাও চলছে। কিন্তু উইল করা থাকলে এই ধরনের মামলা অনেকটাই কম হত। ফলে অনেক সমস্যাই তৈরি হত না। তাই মৃত্যুর আগে সবসময়ই একটি উইল করে যাওয়া বুদ্ধিমানের কাজ। আপনার যদি একাধিক সম্পত্তি থাকে তাহলে একাধিক উইল আপনি করতেই পারেন। কিন্তু তাতে জটিলতা অনেকটাই বাড়বে। তাই একটি উইল করে তার মধ্যে বিস্তারিত সব তথ্য দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

পাশাপাশি, একাধিক দলিল থাকলে পরবর্তীতে আইনগত সমস্যা মেটাতে অনেক খরচ হওয়ার প্রবণতা থাকে। অন্যদিকে, একাধিক উইল পরস্পরবিরোধী হতে পারে এবং তাতে সমস্যা বাড়বে বই কমবে না। এই পরিস্থিতিতে যাতে আপনি বা আপনার উত্তরসূরীরা না পড়েন সেই কারণে একটি উইল করাই সঠিক পদক্ষেপ। এর মধ্যেই আপনার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির উল্লেখ থাকা উচিত। সবচেয়ে প্রথমে আপনাকে আপনার সম্পত্তির একটি তালিকা তৈরি করতে হবে। বাড়ি, জমি, সোনার গয়না, নগদসহ সব সম্পত্তি এই তালিকায় থাকা উচিত।

তারপর সেই সম্পত্তি কে কতটা করে পাবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিন। পাশাপাশি, আপনার কোনও ঋণ আছে কিনা তাও উইলে উল্লেখ করুন। এই উইল বাস্তবায়িত করার জন্য একজন এক্সিকিউটর বেছে নিতে হবে। তাঁর কাজ হল আপনার উইল অনুযায়ী সম্পত্তি নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া। আপনার খুব কাছের ও বিশ্বস্ত কাউকে উইলের এক্সিকিউটার করুন। তবে ওই ব্যক্তি যাতে আপনার উইল থেকে সরাসরি উপকৃত না হন, তা দেখে নেবেন। তাহলে তিনি আর এক্সিকিউটর হিসেবে থাকতে পারবেন না।

যে ব্যক্তি উইল করছেন তাঁর ও দুজন সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে উইলে। যদি সম্ভব হয়, তাহলে এই দুজন সাক্ষীর মধ্যে একজন চিকিৎসক হলে ভাল হয়। কারণ, যদি পরবর্তীতে আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে তাহলে কোনও সমস্যা হবে না। উইলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। কিন্তু রেজিস্ট্রেশন করলে ভবিষ্যতে এই নিয়ে সমস্যা অনেকটাই কম হবে। যদি আদালতে এই নিয়ে চ্যালেঞ্জ হয় তাহলেও সমস্যা অনেকটাই কম হবে।

যদি আপনি নির্দিষ্ট কোনও একজনকে উইলে নথিভুক্ত না করতে চান তাহলে সেটাও উইলে উল্লেখ করে দেবেন। কারণ, আপনার উইলে যা লেখা থাকবে সেটাই পরবর্তীতে মান্যতা পাবে। এই নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই একজন আইনজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Published: November 3, 2023, 14:09 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App