SCSS: প্রবীণদের চিন্তামুক্ত আকর্ষক আয়

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে লগ্নি করলে ভালো রিটার্ন পাওয়া যায়। এই প্রকল্প সরকার সমর্থিত। ফলে আমানতের নিরাপত্তা নিয়ে কোনও সংশয় নেই৷

ষাট বছর বয়সে অবসর নিয়েছেন গণেশ। যখন চাকরি করতেন তখন টাকাপয়সা নিয়ে চিন্তা করতে হয়নি। কিন্তু এখন আয় বন্ধ হয়ে গিয়েছে। ফলে রিটায়ারমেন্টের সময় গণেশ যে টাকা পেয়েছিলেন তা এমন জায়গায় রাখতে করতে চান যেখানে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। আর টাকার নিরাপত্তা নিয়েও দুঃচিন্তা করতে হবে না।

গণেশের মতো প্রবীণ নাগরিকদের জন্য এই ধরনের বিনিয়োগের বিকল্প খুব একটা বেশি নেই। 2023 সালের 31 মার্চ বন্ধ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী বয়োবন্দনা যোজনা। তবুও এখনও এমন একটি স্কিম আছে যেখানে গণেশের মতো প্রবীণ নাগরিকদের জন্য খুব উপকারী। যার নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। কেন্দ্রীয় সরকারের এই বিনিয়োগ প্রকল্প সম্পর্কে জেনে নাওয়া যাক।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে লগ্নি করলে ভালো রিটার্ন পাওয়া যায়। এই প্রকল্প সরকার সমর্থিত। ফলে আমানতের নিরাপত্তা নিয়ে কোনও সংশয় নেই৷ বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার 8.2 শতাংশ। দেশের বৃহৎ ব্যাঙ্কগুলি FD-তে যে সুদ দিচ্ছে তার তুলনায় SCSS-এ সুদের হার যথেষ্ট বেশি। প্রতি তিন মাস অন্তর অর্থ মন্ত্রক সুদের হার পর্যালোচনা করে। তবে একবার বিনিয়োগ করলে সুদের হার পুরো মেয়াদে অপরিবর্তিত থাকে।

কে একটি SCSS অ্যাকাউন্ট খুলতে পারে?

60 বছর বা তার বেশি বয়সী যে কোনও ব্যক্তি একটি SCSS অ্যাকাউন্ট খুলতে পারেন। যাঁদের বয়স 55 বছরের বেশি কিন্তু 60 বছরের কম এবং অবসর নিয়েছেন বা VRS নিয়েছেন তাঁরাও অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মীরা 50 বা তার বেশি বয়সে নির্দিষ্ট শর্তে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্টটি পাঁচ বছরের জন্য খোলা হয়, যা আরও তিন বছর বাড়ানো যেতে পারে। যদি পাঁচ বছরের আগে টাকা তোলা হলে জরিমানা দিতে হবে।

বিনিয়োগের সীমা

2023-24 আর্থিক বছরের বাজেটে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগের ঊর্ধ্বসীমা 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 30 লক্ষ টাকা করা হয়েছে। আর সর্বনিম্ন 1,000 টাকা জমা দিতে হয়। বিভিন্ন খবরে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক পরিবর্তনের ফলে এই প্রকল্পে 2023-24 আর্থিক বছরের প্রথমার্ধে সরকারের কোষাগারে 1 লক্ষ কোটি টাকারও বেশি জমা পড়েছে। এটি 2022-23 অর্থবছরে সংগৃহীত 40,000 কোটি টাকার আড়াই গুণেরও বেশি।

এই প্রকল্পে প্রতি তিন মাস অন্তর সুদ দেওয়া হয়। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। গণেশ 30 লক্ষ টাকা বিনিয়োগ করলে এবং সুদের হার 8.2% হলে তিনি প্রতি ত্রৈমাসিকে 61,500 টাকা বা বার্ষিক 2,46,000 টাকা পাবেন।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে সুদ বাবদ বছরে 50,000 টাকার বেশি আয় হলে ওই অ্যাকাউন্ট TDS-এর আওতায় পড়ে। সুদ বাবদ আয় আয়করের সীমা অতিক্রম করলে কর দিতে হবে। তবে একজন প্রবীণ নাগরিকের এই স্কিম থেকে যা উপার্জন করা হয় তা ছাড়া অন্য কোনও আয় না থাকে তাহলে তিনি ফেরত দাবি করতে পারেন।

আপনিও ঝুঁকি মুক্ত নিশ্চিত আয়ের কোনও প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটি ভালো বিকল্প। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের FD-তেও বিনিয়োগ করতে পারেন। আপনি এই ধরনের FD-এ 9% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। যেমন Equitas Small Finance Bank প্রবীণ নাগরিকদের 444-দিনের FD-তে 9% সুদ দিচ্ছে, Ujjivan Small Finance Bank 12-মাস এবং 560-দিনের FD-এ 8.75% অফার করে। RBL ব্যাঙ্কে 15 থেকে 24 মাসের কম সময়ের FD-তে সুদের হার 8.30 শতাংশ।

Published: November 3, 2023, 13:44 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App