গ্যাজেট ইনসিওরেন্স: যা জেনে নেওয়া জরুরি

এই ধরনের দামি গ্যাজেটের নিরাপত্তা নিশ্চিত করতে বিমা একটি কার্যকরি হাতিয়ার। এটি অনেকটা হেল্থ বা টার্ম ইনসিওরেন্সের মতো।

সৌভিক কিছুদিন আগে দেড় লক্ষ টাকা দিয়ে একটি iPhone 15 Pro Max কিনেছিলেন। এর এক সপ্তাহের মধ্যে হাত থেকে পড়ে গিয়ে ফোনের বিরাট ক্ষতি হয়। সেটি সারাতে খরচ হয়েছিল 30 হাজার টাকা। পুরো টাকা তাঁকে নিজের পকেট থেকে দিতে হয়েছিল। সৌভিক এখন ভাবছেন, ফোনের জন্য বিমা করা থাকলে ভালো হত।

ফোন হোক বা ল্যাপটপ, AC থেকে ওয়াশিং মেশিন- মানুষ এখন প্রত্যাহিক জীবনে গ্যাজেটের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। ফোন বা ল্যাপটপ বিগড়োলে আমরা অস্থির হয়ে পড়ি। তাছাড়া এগুলো মেরামত করার খরচ যেমন অনেক বেশি তেমনই সময়সাপেক্ষ। এক্সটেন্ডেড ওয়ারেন্টির সুবিধা থাকলে কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়া গেলেও চুরি এবং দুর্ঘটনাজনিত কারণে ভেঙে গেলে কভার দেয় না।

এই ধরনের দামি গ্যাজেটের নিরাপত্তা নিশ্চিত করতে বিমা একটি কার্যকরি হাতিয়ার। এটি অনেকটা হেল্থ বা টার্ম ইনসিওরেন্সের মতো। কোনও কারণে গ্যাজেটের ক্ষতি হলে এই বিমা সেই আর্থিক ধাক্কা সামলাতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক গ্যাজেট ইনসিওরেন্সের নানা দিক।

গ্যাজেট ইনসিওরেন্স পলিসিগুলি সাধারণত দুর্ঘটনার কারণে ক্ষতির ক্ষেত্রে সুরক্ষা দিয়ে থাকে। এছাড়াও ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের গ্যাজেটের ক্ষতি হলেও ক্ষতিপূরণ মেলে। কিছু পলিসি প্রযুক্তিগত ত্রুটি, সাইবার নিরাপত্তা লঙ্ঘন এবং চুরির ঘটনাতেও সুরক্ষা দিয়ে থাকে। এই ধরনের পলিসির প্রিমিয়াম অত্যন্ত কম। এই কারণে এগুলি পকেট বা স্যাসে ইনসিওরেন্স নামেও পরিচিত। OneAssist, Bajaj Markets-এর মতো কোম্পানিগুলি গ্যাজেটের উপরে বিমার সুবিধা দিয়ে থাকে।

বাজাজ মার্কেটস-এর Small Gadget Insurance-এর প্রিমিয়াম শুরু হয় মাত্র 399 টাকা থেকে। এটি বছরে সর্বোচ্চ 10,000 টাকার আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। দামি fitness wearables থেকে বিগ-বাজেটের হোম থিয়েটার- এই সবেরই বিমা করানো যেতে পারে। যদিও মোবাইল ও ল্যাপটপের বিমার সংখ্যা সবথেকে বেশি।

ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, ডিশ ওয়াশার, AC-র মতো বেশিরভাগ হোম অ্যাপ্লায়েন্সের বিমার সুবিধা একত্রেই পাওয়া যায়। ফলে এগুলি authorized personnel-দের থেকে মেরামত করলে খরচের টাকা মেলে। কিন্তু কোনও কারণে ঠিকানা বদল করলে পলিসি বাতিল হয়ে যেতে পারে।

অনলাইনে কেনাকেটা করেন মূলত এই ক্রেতাদের কথা মাথায় রেখে এই পলিসিগুলি ডিজাইন করা হয়। কারণ এই ধরনের ক্রেতারা দামি গ্যাজেটস কেনার চারপাশে নিরাপত্তার বিষয়টিকেও বেশি গুরুত্ব দিয়ে থাকেন। যাইহোক, OneAssist স্ট্যান্ডার্ড প্ল্যানের ক্ষেত্রে এক বছরের মধ্যে মাত্র দু’বার ক্লেম করা যেতে পারে। এছাড়াও, গ্যাজেট কেনার এক সপ্তাহের মধ্যে বিমা করতে হয়। এছাড়াও, unauthorized বা স্থানীয় মিস্ত্রিকে দিয়ে এগুলি মেরামত করলে ক্লেমের দাবি বাতিল হতে পারে।

Published: October 27, 2023, 13:06 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App