• এপ্রিলে বেশ খানিকটা বাড়ল গাড়ি বিক্রি

    এপ্রিলে বেশ খানিকটা বাড়ল গাড়ি বিক্রি

    দু-চাকার গাড়ি বিক্রিও গত মাসের তুলনায় 31 শতাংশ বেড়ে 17,51,393 ইউনিট হয়েছে। যেখানে গতবছর এপ্রিলে এই বিক্রির পরিমাণ ছিল 13,38,588 ইউনিট। মোটরসাইকেল বিক্রিও 34 শতাংশ বেড়ে 11,28,192 ইউনিটে দাঁড়িয়েছে, যা গতবছর এপ্রিলে বিক্রি হয়েছে 8,39,274 ইউনিট। স্কুটারের পাইকারি বিক্রি বার্ষিক ভিত্তিতে 25 শতাংশ বেড়ে 5,81,277 ইউনিটে দাঁড়িয়েছে যেখানে গত বছরের এপ্রিলে এটি ছিল 4,64,389 ইউনিট। এর থেকেই স্পষ্ট গ্রামীণ ভারতের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। সেই কারণেই দু-চাকার গাড়ি বিক্রির এই বৃদ্ধি।

  • বাতিল হওয়ার সম্ভাবনা, মশলা মজুতে নিষেধাজ্ঞা জারি

    মশলা মজুতে নিষেধাজ্ঞা জারি

    এর আগে অস্ট্রেলিয়া, মলদ্বীপ, হংকং ও সিঙ্গাপুর এভারেস্ট ও MDH-এর একাধিক মশলা বিক্রি নিষিদ্ধ করেছে। এই দেশগুলির ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানিয়েছে যে ভারতে উৎপাদিত এই দুই ব্র্যান্ডের মশলায় ইথিলিন অক্সাইড বেশি পরিমাণে পাওয়া গিয়েছে।

  • ভোটবাজারে মুদ্রাস্ফীতি আরও কমে 4.83%

    ভোটবাজারে মুদ্রাস্ফীতি আরও কমে 4.83%

    প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এপ্রিলে শাকসবজি এবং ফলের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এই দুই পণ্যের মুদ্রাস্ফীতির হার যথাক্রমে 27.80% এবং 5.22%। যদিও সবজির মুদ্রাস্ফীতি সামান্য কমে এলেও এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গতিশীল জ্বালানীর দামে সাম্প্রতিক হ্রাসের কারণে, জ্বালানি এবং বিদ্যুতের মুদ্রাস্ফীতির হার এপ্রিলে (-) 3.24%-এ নেমে এসেছে। অন্যদিকে, পরিবহণ এবং যোগাযোগ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি 1.09%-এ নেমে এসেছে।

  • ক্রেডিট কার্ডের বিল মেটাতে পাওয়া যাবে অতিরিক্ত 3 দিন

    ক্রেডিট কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর

    ক্রেডিট কার্ডে বকেয়ার পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। তা নিয়ে ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তারপরেও শীর্ষব্যাঙ্কের এই সিদ্ধান্ত যে অনাদায়ী ঋণের বোঝা কমানোর জন্যই, তা স্পষ্ট।

  • লক্ষ্মীবারে রক্তস্নাত দালাল স্ট্রিট

    লক্ষ্মীবারে রক্তস্নাত দালাল স্ট্রিট

    এদিন NSE মিডক্যাপ সূচক পড়েছে 1.85%, আর স্মলক্যাপ সূচক পড়েছে 2.83%। এর থেকেই স্পষ্ট লগ্নিকারীদের কী পরিমাণ টাকা এদিন কার্যত জলে গিয়েছে। বিশেষজ্ঞমহলের একাংশের মতে, যতদিন না পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসছে ততদিন বাজারের এই প্রবণতা মোটের উপর বজায়ই থাকবে।

  • নিরামিষ থালির দাম বাড়ল 8%, আমিষ কমল 4%

    নিরামিষ থালির দাম বাড়ল 8%, আমিষ কমল 4%

    কেন্দ্রীয় সরকারের সর্বশেষ তথ্য বলছে, মার্চ মাসে এই মুদ্রাস্ফীতির হার সামান্য কমে হয়েছে 4.85%। ফেব্রুয়ারিতে এই হার ছিল 5.09%।

  • অবশেষে 4G পরিষেবা চালুর পথে BSNL

    অবশেষে 4G পরিষেবা চালুর পথে BSNL

    BSNL পঞ্জাবে ইতিমধ্যেই 4G পরিষেবা শুরু করেছে এবং প্রায় 8 লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে। সংস্থার আধিকারিকদের দাবি, 4G নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে 40-45 মেগাবাইট সর্বোচ্চ গতি পাওয়া যাবে। এই পরিষেবা 700 মেগাহার্টজের প্রিমিয়াম স্পেকট্রাম ব্যান্ডের পাশাপাশি 2,100 MHz ব্যান্ডে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে। যদিও ইতিমধ্যে বেসরকারি টেলিকম সংস্থাগুলি, যথাক্রমে Vi, Jio, Airtel দেশজুড়ে 6G পরিষেবা চালু করার তোড়জোড় করছে।

  • এয়ার ইন্ডিয়ায় বড় পরিবর্তন, সমস্যায় যাত্রীরা

    এয়ার ইন্ডিয়ায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত

    উল্লেখ্য, বর্তমানে বহু উড়ান সংস্থা কেবলমাত্র হ্যান্ড ব্যাগেজ ফেয়ার নিয়ে থাকে। সেই টিকিট কাটলে আপনি একটি হ্যান্ড ব্যাগ নিয়ে ভ্রমণ করতে পারবেন। সেখানে আপনাকে টিকিটের জন্য আরও কিছুটা কম টাকা দিতে হয়। যদিও এয়ার ইন্ডিয়ায় এরকম কোনও সুবিধা এখনও চালু হয়নি। তবে তা সুদূর ভবিষ্যতে হতে পারে বলেই জানিয়েছে একটি সূত্র।

  • ফিনটেক সংস্থাদের বৃদ্ধি নিয়ে সতর্ক করল RBI

    ফিনটেক সংস্থাদের বৃদ্ধি, সতর্ক করল RBI

    মূলত রিজার্ভ ব্যাঙ্কের এই সতর্কবার্তার কারণ আনসিকিওর্ড ঋণ খেলাপের সংখ্যা উত্তরোত্তর বেড়ে যাওয়া। সেই কারণেই শীর্ষ ব্যাঙ্ক ফিনটেক সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ঋণ প্রদানের বৃদ্ধির হার 15%-20%-এর বেশি যাতে না হয় সেদিকে কড়া নজর রাখতে। উল্লেখ্য, বর্তমানে ফিনটেক সংস্থাগুলির এই ক্ষেত্রে বৃদ্ধির হার 35%-50%। শীর্ষ ব্যাঙ্ক স্পষ্টই জানিয়েছে যদি এই হারে ঋণের বৃদ্ধি হয়ে থাকে তাহলে শীঘ্রই এই নিয়ে সমস্যা দেখা দেবে।

  • ব্যাঙ্কে ফিরেছে 2000-এর নোটের 98%

    ব্যাঙ্কে ফিরেছে 2000-এর নোটের 98%

    2023-এর 19 মে রিজার্ভ ব্যাঙ্ক 2000 টাকার নোট প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিল। সেই সময়ে সারা দেশে মোট 3 লক্ষ 56 হাজার কোটি টাকার 2000 টাকার নোট ছিল। সেই অঙ্কই এখন কমে হয়েছে মাত্র 7,961 কোটি টাকা। অর্থাৎ 2%-এর সামান্য বেশি পরিমাণ নোট এখনও ফেরত আসেনি।