আমারও প্রত্যাশা আছে...

বাজেটে সরিতার একটি আশ্বাস দরকার, যাতে রান্নাঘরের খরচ করার পর তাঁর হাতে কিছু টাকা থাকে।

ছেলের জন্য ফ্রাইং প্যানে পরোটা উল্টানোর সময় সরিতা নিজের মনেই কিছু একটা হিসেব করছিলেন। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের সারা জীবন প্রায় পুরোটাই রান্নাঘরে কেটে যায়। তাঁদের হাতে গৃহকর্তা মাসের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেন, তাই দিয়েই সারা মাসের রান্নাঘরের খরচ তাঁদের মেটাতে হয়।

সব খরচ মেটানোর পর সরিতা কিছু টাকা সরিয়ে রাখেন ফোনের রিচার্জ করার জন্য। তারপর বন্ধুদের সঙ্গে কিটি পার্টি কিংবা পছন্দের সিরিয়াল দেখার জন্য OTT রিচার্জ করার জন্য টাকা আর তার হাতে থাকে না। কিন্তু গত এক বছরের পরিস্থিতি এমনভাবে বদলে গিয়েছে যে সরিতার বাজেট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে নিজের হাতে তাঁর এরকম বহু ইচ্ছেকে বলি দিতে হচ্ছে।
এর কারণ খাদ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ডাল, মশলা, শাকসবজির মুদ্রাস্ফীতি সবকিছুই 20% ছুঁয়েছে। এই পরিস্থিতিতে তাঁর ছেলে বিকাশকে নতুন টিউশনে নথিভুক্ত করার জন্য সরিতা যারপরনাই উদ্বিগ্ন। মুদিখানার খরচ থেকে কিছু অর্থ সরিয়ে রেখে তিনি বিকাশের টিউশন খরচ মেটাবার কথা ভাবছেন। কারণ বিকাশ এবছর বোর্ডের পরীক্ষা দেবেন।

বাজেটে সরিতার একটি আশ্বাস দরকার, যাতে রান্নাঘরের খরচ করার পর তাঁর হাতে কিছু টাকা থাকে। যদিও সরকার মধ্যবিত্তকে মুদ্রাস্ফীতির হাত থেকে রেহাই দিতে ভারত ব্র্যান্ডের আটা, ডাল এবং চাল বিক্রির একটি প্রকল্প শুরু করেছে।

খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের এই প্রচেষ্টা আগুন নেভাতে এক মগ জল দেওয়ার সামিল। সরিতার মনে আছে যে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম গত বাজেটে ঘোষণা করা হয়েছিল। সেখানে লগ্নি করলে 7.5% হারে বার্ষিক সুদ পাওয়া যায়। আর এই স্কিমের মেয়াদ দু’বছর। সরিতা এখন আফসোস করছেন যে তিনি এই প্রকল্পে কোনও লগ্নি করেননি।

সরিতা এই বারের বাজেট থেকে একটি আশ্বাস চান যে সরকার মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী মূল্যের খাদ্যপণ্য বাজারে আনবে। ভারত ব্র্যান্ড কেবল একটি নাম নয়, একটি সামগ্রিক পরিকল্পনা হওয়া উচিত। এছাড়াও কিষাণ সম্মান নিধির মতো গৃহিণীদের জন্য একটি জনমোহিনী প্রকল্পও শুরু করা উচিত। যা গৃহিণীদের সরাসরি সাহায্য করবে। সম্ভবত জন ধন অ্যাকাউন্ট সরিতার মতো মানুষদের ছোট ছোট ইচ্ছা পূরণের জন্যই খোলা হয়েছিল।

Published: January 27, 2024, 03:30 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App