Payments Bank বন্ধ, Paytm-এ লেনদেন কমছে

বুধবার আবারও সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সোনা। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে, আজ 10 গ্রাম সোনার দাম 216 টাকা বেড়ে হয়েছে 72,048 টাকা হয়েছে। রুপোও আজ নতুন রেকর্ড করেছে। এক কেজি রুপোর দাম 368 টাকা বেড়ে 82,468 টাকা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে সোনা-রুপোর দাম আরও খানিকটা বাড়তে পারে।

alternate

 

ইতিমধ্যেই Paytm Payments Bank-এর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে UPI লেনদেন প্রতি মাসেই উত্তরোত্তর কমছে। এতে লাভবান হচ্ছে Paytm-এর প্রতিযোগী সংস্থাগুলি। NPCI-এর তথ্য অনুসারে, মার্চ মাসে মোট UPI লেনদেনের মাত্র 9% হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। গত ফেব্রুয়ারিতে এই হার ছিল 11%। জানুয়ারিতে বাজারের 11.8% Paytm-এর দখলে ছিল। সেই মাসে Paytm-এর মাধ্যমে 140 কোটি UPI লেনদেন হয়েছিল। ফেব্রুয়ারিতে তা নেমে হয় 130 কোটি। গত চার বছরের মধ্যে এটি এক মাসে সর্বনিম্ন লেনদেন। গত দুই মাসে, PhonePe এই লেনদেনে তার অংশীদারিত্ব 50%-এর বেশি অতিক্রম করেছে। এরপরেই রয়েছে Google Pay।

ওলা ও উবের যে সব চালকেরা অটো চালান তাঁদের জন্য সুখবর। এবার থেকে ওলা এবং উবেরের প্ল্যাটফর্মে যে সমস্ত অটোরিকশা চলে ভাড়ার পুরোটাই গাড়ির মালিকদের দিয়ে দেওয়া হবে। এর জন্য, উভয় সংস্থাই সাবস্ক্রিপশন ভিত্তিক পরিকল্পনা চালু করেছে। এর ফলে অটো চালকেরা এবার থেকে সম্পূর্ণ ভাড়া পাবেন। কোনও রকম কমিশন সংস্থাগুলিকে দিতে হবে না। ওলা ইতিমধ্যেই দিল্লি NCR, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ-সহ বেশ কয়েকটি বড় শহরে এই মডেলটি চালু করেছে। একইসঙ্গে উবেরের এই পরিষেবা চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম-সহ দক্ষিণ ভারতের 6 টি শহরে পাওয়া যাবে। বর্তমানে ওলা এবং উবের মূলত কমিশন ভিত্তিক মডেলে পরিষেবা প্রদান করে। অর্থাৎ প্রতিটি ভাড়া থেকে একটি অংশ কমিশন হিসেবে কেটে নিয়ে চালককে দেওয়া হয়। সেই মডেল এবার পরিবর্তন হতে চলেছে। যদিও এই পরিষেবার ফলে যাত্রীরা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। কারণ এর ফলে চালকেরা যা ইচ্ছে তাই ভাড়া নিতে পারেন।

দেশের অন্যতম প্রধান ফুড ডেলিভারি অ্যাপ সুইগি শীঘ্রই IPO নিয়ে আসছে। ইতিমধ্যেই সংস্থাটি নিজেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করেছে। সংস্থাটি রেজিস্ট্রার অফ কোম্পানির কাছে যে নথি জমা দিয়েছে তাতেই এই তথ্যই রয়েছে। ধারণা করা হচ্ছে এই বছরের শেষ নাগাদ সংস্থা বাজারে IPO আনতে পারে।

স্টার্টআপ ইন্ডিয়ার মতো প্রকল্প দেশের যুবসমাজের কাছে কর্মসংস্থানের জন্য যথেষ্ট সুযোগ প্রদান করেছে। কিন্তু সফল স্টার্টআপের সংখ্যা গত দু-তিন বছর পর্যন্ত বেশ দ্রুত গতিতে বাড়ছিল। এখন সেই হার হ্রাস পাচ্ছে। মঙ্গলবার হুরুনের এক রিপোর্টে প্রকাশ পেয়েছে, দেশে ইউনিকর্নের সংখ্যা দ্রুত কমছে। ‘হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইনডেক্স 2024’ অনুসারে, এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের ‘ইউনিকর্ন’ সংস্থার সংখ্যা চার বছরের মধ্যে প্রথমবার কমে হয়েছে 67। এই পতন সত্ত্বেও ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইউনিকর্নের হাব। Unicorns হল সেরকম স্টার্টআপ যাদের মূল্যায়ন 100 কোটি ডলার বা তার বেশি। রিপোর্ট অনুসারে, Swiggy এবং Dream11 হল ভারতের সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন। তাদের মূল্যায়নের অঙ্ক 80 কোটি ডলার।

আজ বুধবার আবারও সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সোনা। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে, আজ 10 গ্রাম সোনার দাম 216 টাকা বেড়ে হয়েছে 72,048 টাকা হয়েছে। রুপোও আজ নতুন রেকর্ড করেছে। এক কেজি রুপোর দাম 368 টাকা বেড়ে 82,468 টাকা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে সোনা-রুপোর দাম আরও খানিকটা বাড়তে পারে।

Published: April 10, 2024, 10:04 IST

Payments Bank বন্ধ, Paytm-এ লেনদেন কমছে