25% প্ল্যাটফর্ম ফি বাড়াল Zomato

খাবার ডেলিভারির জন্য গ্রাহকদের থেকে আরও বেশি প্ল্যাটফর্ম ফি নিচ্ছে Zomato. আগের থেকে 25 শতাংশ বেশি ফি গুণতে হচ্ছে গ্রাহকদের।

25% প্ল্যাটফর্ম ফি বাড়াল Zomato

খাবার ডেলিভারির জন্য গ্রাহকদের থেকে আরও বেশি প্ল্যাটফর্ম ফি নিচ্ছে Zomato. আগের থেকে 25 শতাংশ বেশি ফি গুণতে হচ্ছে গ্রাহকদের। এখন থেকে প্রতিটি খাবার অর্ডারের ক্ষেত্রে গ্রাহকদের দিতে হবে 5 টাকা করে। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ এবং লখনউ-সহ নিজেদের মুখ্য বাজারগুলিতে প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে Zomato. গত 20 এপ্রিল থেকে বর্ধিত প্ল্যাটফর্ম ফি কার্যকর হয়েছে।

তথ্যভিজ্ঞ মহলের মতে, এই মুহূর্তে দৈনিক 20 লক্ষ থেকে 22 লক্ষ খাবার ডেলিভারি করে Zomato. প্রতি অর্ডারে এক টাকা করে ফি বাড়ানোর ফলে একটি ত্রৈমাসিকে কোম্পানির বড় অঙ্কের অর্থ ঘরে তুলবে।

উল্লেখ্য, আয় বাড়াতে 2023 সালের অগস্ট থেকে ডেলিভারি ফি’র পাশাপাশি প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করে Zomato. শুরুর দিকে গ্রাহকদের থেকে 2 টাকা করে ফি নেওয়া হত। অক্টোবরে তা বাড়িয়ে করা হয়েছিল 3 টাকা। এর পরে গত 1 জানুয়ারি ফের প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছিল তারা। সেবারও 1 টাকা ফি বাড়িয়েছিল তারা। ফলে 3 টাকা থেকে তা বেড়ে দাঁড়ায় 4 টাকা। সাম্প্রতিকতম বদলের পরে তা বেড়ে হল 5 টাকা।

Zomato-র মালিকানাধীন ক্যুইক কমার্স প্ল্যাটফর্ম Blinkit প্রতি অর্ডারে গ্রাহকদের থেকে 2 টাকা করে হ্যাল্ডলিং চার্জ নিয়ে থাকে।

Zomato-র মূল প্রতিদ্বন্দ্বী Swiggy-ও বর্তমানে প্রতিটি খাবারের অর্ডারে গ্রাহকদের থেকে 5 টাকা করে প্ল্যাটফর্ম ফি নিয়ে থাকে।

Published: April 22, 2024, 13:17 IST