ক্রিপ্টো, লটারির থেকে কেন পিছিয়ে পড়ছে MF?

মিউচুয়াল ফান্ড নিয়ে আমজনতার মনে এক অযথা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদিও তা ধীরে ধীরে কাটছে।

সারা দেশে মিউচুয়াল ফান্ডে লগ্নি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এর দায় সকলের। সেই কারণেই এখনও সাধারণ মানুষ লটারি কিংবা ক্রিপ্টোর মতো ক্ষেত্রে টাকা লাগিয়ে কোটি কোটি টাকা খোয়ান। মিউচুয়াল ফান্ড নিয়ে আমজনতার মনে এক অযথা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদিও তা ধীরে ধীরে কাটছে। তিনি নিজে একটি আস্ত সংস্থা চালানোর পাশাপাশি সবরকম মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন। তাঁর মতে যে কোনও লগ্নিকারীর সেটাই করা উচিত। ভারতের সিংহভাগ মানুষই এই সম্পর্কে সঠিক তথ্য না জেনে অযথা ভয় পান। তাই আজ এই অবস্থা। তবে পরিস্থিতি গত কয়েকবছরে অনেকটাই পরির্বতন হয়েছে। আর কীভাবে এই পরিস্থিতি বদল করা যায়, তা নিয়েই মানি ৯-এর এডিটর অংশুমান তিওয়ারির কাছে মুখ খুলেছেন কোটাক মিউচুয়াল ফান্ডের CEO নীলেশ শাহ। এই ভিডিওতে রইল সেই বিস্তারিত আলাপচারিতা।

Published: October 31, 2023, 17:00 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App