Matrimonial site : আর্থিক জালিয়াতির ফাঁদ

প্রতারকদের মাধ্যমে মানুষ যাতে বিভ্রান্ত না হন সেজন্য সতর্ক হন। এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে প্রতারকরা বিয়ের মত ক্ষেত্রেও প্রতারিত করছে।

সম্প্রতি matrimonial websiteগুলির মাধ্যমে জীবনসঙ্গী খোঁজার প্রবণতা বাড়ছে৷ আপনিও যদি এই ওয়েবসাইটগুলির মাধ্যমে নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে থাকেন তাহলে এখনই সতর্ক হোন। সত্যি হল আজকাল, matrimonial websiteগুলি আর্থিক প্রতারণার কেন্দ্র হয়ে উঠেছে। দেশের বিভিন্ন শহর থেকে এমন অনেক স্ক্যামের ঘটনা সামনে আসছে যেখানে এইসব সাইট ব্যবহার করে 50 হাজার থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে।

কিন্তু বিয়ের আড়ালে কীভাবে প্রতারণা হচ্ছে? Matrimonial website গুলি ব্যবহার করার সময় আপনার কোন কোন দিকে নজর দেওয়া উচিত? আসুন এগুলি দেখা যাক।

প্রথমত, বিবাহ সংক্রান্ত জালিয়াতি কীভাবে ঘটছে? এই ধরনের প্রতারণা একজন ব্যক্তি বা একটি দল করে থাকতে পারে। সাধারণত, স্ক্যামাররা নিজেদের NRI বলে দাবি করে এবং অনলাইনে জাল প্রোফাইল তৈরি করে। মানুষকে লোভনীয় প্যাকেজের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের লোভ দেখানো হয়। regular conversation-এর পর ভিকটিম মানুষের বিশ্বাস করতে শুরু করলেই জরুরি বা অন্য কোনও কারণে তাঁদের কাছে টাকা চাওয়া হয়। এই টাকা পেলেই প্রতারকরা উধাও হয়ে যায়।

দামি উপহারের নামেও প্রতারণার ঘটনা ঘটে। অনেক সময় মানুষকে বলা হয় যে তাঁদের বিদেশ থেকে একটি দামী উপহার পাঠানো হচ্ছে। কিন্তু সেই উপহার পেতে বিমানবন্দরে ফি বা ট্যাক্স দিতে হবে। এ ধরনের ফি’র নামে লক্ষ লক্ষ টাকা চাওয়া হয়। প্রতারকরা নিজেদের কাস্টমস অফিসার হিসাবে জাহির করে হুমকি দেয় যে উপহারটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং শুল্ক পরিশোধ করতে হবে। অন্যথায় জেল হতে পারে।

প্রতারকদের মাধ্যমে মানুষ যাতে বিভ্রান্ত না হন সেজন্য সতর্ক হন। এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে প্রতারকরা বিয়ের মত ক্ষেত্রেও প্রতারিত করছে। কিছু দিন পর, তারা আপনার সমস্ত টাকা এবং গয়না নিয়ে উধাও হয়ে যায়। এই ধরনের স্ক্যামে মহিলারা প্রায়শই বেশি জড়িত থাকেন।

এই প্রতারকরা মানুষের মানসিক চাহিদার সুযোগ নেয়। অবিবাহিত ব্যক্তিদের টার্গেট করে বিশেষত যাঁরা দ্রুত বিয়ে করতে চান। তাঁরা তাঁদের মানসিকভাবে নির্ভরশীল করে এই সুযোগকে কাজে লাগায়। মিষ্টি কথার মাধ্যমে আস্থা অর্জন করে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রক matrimonial fraud-র বিষয়েও সতর্ক করেছে৷ স্বরাষ্ট্র মন্ত্রক শুধুমাত্র ভেরিফায়েড matrimonial website গুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

Matrimonial website গুলিও এই ধরনের প্রতারণা রোধে পদক্ষেপ করছে ৷ প্রোফাইলগুলি ID proofs, education and employment proof ইত্যাদির মাধ্যমে ভেরিফাই করা হয় ৷ একটি in-app messaging system রয়েছে যাতে সমস্ত কমিউনিকেশন প্ল্যাটফর্ম থাকে, তার অপব্যবহার রোধ করে৷ জাল প্রোফাইল ফিল্টার করার জন্য মাল্টি-স্টেজ প্রোফাইল রিভিউও করা হয়।

তবে bipodsonket-er দিকে মনোযোগ দেওয়া আপনার দায়িত্ব। ভুয়ো ব্যক্তিরা আপনার আর্থিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করবে। তারা প্রেমঘটিত সম্পর্ক স্থাপনের মাধ্যমে খুব দ্রুত আপনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল নাও থাকতে পারে। যদি থাকে তবে খুব কম ফলোয়ার বা বন্ধু থাকবে। এদের একাধিক ফোন নম্বর থাকতে পারে। এই ধরনের মানুষ যদি মিট করার পরামর্শ দেয়, তাহলে সেটা পাবলিক প্লেসে করবেন, হোটেল রুমে বা বাড়িতে নয়।

এই ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে হলে সতর্ক থাকা প্রয়োজন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, বিশেষ করে ভার্চুয়াল জগতের মানুষদের। ম্যাট্রিমোনিয়াল সাইটগুলিতে প্রোফাইল ভেরিফিকেশন এবং secure messaging facilities ব্যবহার করুন। অবিলম্বে কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলে রিপোর্ট করুন। এইভাবে, আপনি নিজেকে এবং অন্যদের স্ক্যামের শিকার হওয়া থেকে রক্ষা করতে পারেন।

যদি আপনি এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে দ্রুত National Cyber Crime Reporting Portal – – cybercrime.gov-এ একটি অভিযোগ করুন। টোল-ফ্রি হেল্পলাইন নম্বর – 1930 এ কল করুন ৷

Published: April 25, 2024, 13:04 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App