ফেসবুক ঘিরে প্রতারণা: জেনে নিন কীভাবে

এখানে প্রতারকরা শুধুমাত্র আপনার পরিচয় চুরিই করছে না বরং এটি ব্যবহার করে আপনার বন্ধুদের অ্যাকাউন্ট হ্যাক ও স্ক্যাম করছে।

কয়েকদিন আগে রুশালি তাঁর বন্ধুর কাছ থেকে ফেসবুকে একটি মেসেজ পান। সেই বন্ধু রুশালির থেকে একটি কোড চেয়েছিলেন। যদি তিনি এই কোডটি তাঁর সঙ্গে শেয়ার করেন, তাহলে তাঁর একটি blue tick verified account থাকবে। রুশালি কোডটি শেয়ার করেন। কিন্তু পরের মুহূর্তেই বুঝতে পারেন যে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট এবং মেসেঞ্জার হ্যাক হয়েছে। ভেরিফাই করার জন্য যখন তিনি তাঁর বন্ধুকে ফোন করেন, তখন তিনি জানতে পারেন তাঁর বন্ধু এমন কোনও মেসেজই পাঠায়নি। এর থেকে বিষয়টি পরিস্কার যে, সেই মেসেজটি রুশালিকে হ্যাকাররা পাঠিয়েছিল।

কিন্তু তাঁর সমস্যা এখানেই শেষ হয়নি। যখন রুশালি তাঁর বন্ধুদের এই বিষয়ে জানান, ততক্ষণে হ্যাকারের মেসেজটি তাঁর অনেক বন্ধুর কাছে পৌঁছে গিয়েছে। এই মেসেজগুলির মধ্যে কয়েকটিতে কোড চাওয়া হয়েছিল। আবার অনেকের কাছ থেকে এমার্জেন্সি পরিস্থিতির নাম করে টাকা চাওয়া হয়েছিল। রুশালির 2-3 জন বন্ধুও এই ফাঁদে পড়ে ফান্ড পাঠিয়েছিল।

এটি নতুন ধরনের সাইবার জালিয়াতি। এখানে প্রতারকরা শুধুমাত্র আপনার পরিচয় চুরিই করছে না বরং এটি ব্যবহার করে আপনার বন্ধুদের অ্যাকাউন্ট হ্যাক ও স্ক্যাম করছে।

অনেক ক্ষেত্রে, facebook ব্যবহারকারীরা এমন মেসেজ পেয়েছেন যে, পেজটি community standards লঙ্ঘন করেছে এবং শর্তাবলী অনুসরণ করা হচ্ছে না৷ আপনি এমন কিছু শেয়ার করছেন যা অন্যদের জন্য বিভ্রান্তিকর। ভুয়ো নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে। যদি কোনও ভুল থাকে, তাহলে সেটি রিভিউ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। 24 ঘন্টার মধ্যে এটি না করা হলে পেজটি ডিলিট করে দেওয়া হবে। যেহেতু প্রেরক Meta Business service হিসাবে মেসেজ পাঠান তাই অনেকেই অনুমান করে যে সত্যিই, facebook কর্তৃপক্ষ মেসেজ পাঠাচ্ছে ৷ এজন্য তাঁরা লিঙ্কটিতে ক্লিক করেন এবং সঙ্গে সঙ্গে তাঁদের পেজ হ্যাক করা হয়। এক্ষেত্রে বিশেষ করে কিশোর-কিশোরীদের ফেসবুক অ্যাকাউন্ট টার্গেট করা হচ্ছে এবং সাইবার বুলিং করা হচ্ছে। হ্যাকাররা সংশ্লিষ্ট পেজ বা প্রোফাইলের ছবি মেসেঞ্জারে পাঠিয়ে হুমকি দিতে থাকে।

এখন যেহেতু আপনি এইসব ঠগদের টার্গেট সম্পর্কে ওয়াকিবহাল, তাহলে এই ধরণের স্ক্যামের হাত থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন সেটাও জানা জরুরী।

প্রথমত, সোশ্যাল মিডিয়া অত্যন্ত সাবধানে ব্যবহার করুন। কোনও অজানা মেসেজে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার অ্যাকাউন্ট এভাবে ডিলিট করতে পারে না। আপনার অ্যাকাউন্ট থেকে কোনও ভুল কার্যকলাপ রেকর্ড করা হলে, সর্বোচ্চ আপানার অ্যাকাউন্টটি suspend করা হতে পারে। তাই এই ধরনের মেসেজ এড়িয়ে যাওয়াই ভালো।

আপনি যদি কোনও বন্ধুর কাছ থেকে এমন কোনও মেসেজ পান, তবে সরাসরি সেই ব্যক্তিকে ফোন করুন এবং ভেরিফাই করুন৷ এইভাবে, আপনি প্রতারণা এবং অ্যাকাউন্ট হ্যাকিং থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এটি আপনার বন্ধুকেও সতর্ক করবে, যাঁর নাম ব্যবহার করে আপনাকে মেসেজটি পাঠানো হয়েছে।

তাছাড়া, সবসময় আপনার ফেসবুক পেজ লক করে রাখুন। এটি নিশ্চিত করবে যে আপনার বন্ধু ছাড়া কেউ আপনার প্রোফাইল দেখতে, আপনার ছবি দেখতে বা আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানতে পারবে না। আপনি যদি আপনার পার্সোনাল ডিভাইস ছাড়া অন্য কোনও ডিভাইস থেকে সোশ্যাল মিডিয়ায় লগ ইন করেন তাহলে সতর্ক থাকুন। সেটি লগ আউট করতে ভুলবেন না। log-in alert notifications অন করে রাখুন। এইভাবে, অন্য কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করার সময় আপনি একটি সতর্কতামূলক মেসেজ পাবেন। সতর্ক থাকুন এবং সাইবার জালিয়াতদের ফাঁদে পা দেবেন না।

Published: February 26, 2024, 14:47 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App