অনলাইন জালিয়াতরা ঘিরছে আপনাকে: চিনে রাখুন

2023 সালে সাইবার অপরাধীরা AI-ভিত্তিক ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করছে। FraudGPT বা WormGPT-র মতো বিষয় সামনে এসেছে।

মোহিত আর কার্তিক চা খাচ্ছিলেন। সে সময় মোহিতের ফোনে অচেনা নম্বর থেকে একটি কল আসে। মোহিত বেশ কিছুক্ষণ কথা বলেন। এর পরে তাঁকে বেশ খুশি খুশি দেখাচ্ছিল।

কার্তিক মোহিতকে জিজ্ঞাসা করেন, তিনি লটারি পেয়েছেন নাকি? মোহিত জানান, তার থেকেও ভালো কিছু হয়েছে। তাঁর করা সোশ্যাল মিডিয়া পোস্টে জাদুর মতো কাজ হয়েছে। তিনি একটা বাসের টিকিট কেটেছিলেন। কিন্তু বাস ক্যানসেল হয়ে যায়। কিন্তু রিফান্ড পেতে দীর্ঘ সময় লাগছ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করার পরে কোম্পানির টনক নড়েছে। ওই বাস কোম্পানি থেকে তাঁর কাছে ফোন করা হয়েছিল। এবং দ্রুত রিফান্ডের আশ্বাস দেওয়া হয়েছে।

এনিয়ে দু’জনে যখন কথা বলছিলেন তখন তখন বাস কোম্পানি থেকে মোহিত আবার একটা ফোন পান। লা হয়, কিছুক্ষণের মধ্যে তিনি একটি OTP পাবেন এবং মোহিতকে তা জানাতে হবে। কলারের কথা মতো মোহিত OTP জানানোর সময় কার্তিক তাঁকে থামিয়ে দেন। বিস্মিত মোহিত জানতে চান কেন? কার্তিক বলেন, OTP শেয়ার করলেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। একই ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। ওই ইঞ্জিনিয়র OTP শেয়ার করেছিলেন এনং 68 হাজার টাকা খুইয়েছিলেন।

কার্তিকের মতো সতর্ক বন্ধু সবার থাকে না। তাই এ ধরনের জালিয়াতির হাত থেকে বাঁচতে সতর্কতা একান্ত প্রয়োজন। দেশে আর্থিক জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে। যার পরিণতিতে বহু মানুষ তাদের কষ্টার্জিত অর্থ খোয়াচ্ছেন। আর এর কারণ হল প্রতারিতরা নিজের অজান্তেই ভুল করে ফেলছেন। 2023 সালে ঘটে যাওয়া আর্থিক জালিয়াতির দিকে নজর দেওয়া যাক। এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে আমাদের কী করা উচিত? আসুন জেনে নেওয়া যাক:

Byte: গৌতম কুমাওয়াত

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ

– জালিয়াতি করার জন্য সাইবার অপরাধীরা নতুন নতুন ফন্দি আঁটছে
– সাধারণ মানুষের মধ্যে সচেতনতা একান্ত প্রয়োজন

2023 সালে সাইবার অপরাধীরা AI-ভিত্তিক ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করছে। FraudGPT বা WormGPT-র মতো বিষয় সামনে এসেছে। জালিয়াতির জন্য কপি করে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। ফোনে তারা এমনভাবে কথা বলছে যে লোকজন তাদের কথা বিশ্বাস করেও নিচ্ছে। প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আসল-নকলের পার্থক্য করা দুষ্কর হয়ে উঠেছে। সম্প্রতি এ ধরনের জালিয়াতির শিকার হয়ে কেরলে 300 জনের বেশি মানুষ 4 কোটি টাকার বেশি খুইয়েছেন।

এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে কোনও ফোনকলে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। এমনকী পরিবারের কারোর কণ্ঠস্বর মনে হলেও টাকা পাঠানোর আগে তাঁকে পাল্টা ফোন করুন। একমাত্র ক্রসচেক করলে এই ধরনের প্রতারণার ঘটনা কমতে পারে।

ডিজিটাল অ্যারেস্ট ফ্রড- 2023 সালে বহু মানুষ এই ধরণের প্রতারণার শিকার হয়েছে। নিজেদের ক্যুরিয়ার কোম্পানির লোক পরিচয় দিয়ে প্রতারকরা টেলিফোন করে। সাধারণত প্রতারকরা বলে যে, ‘আপনার ক্যুরিয়ার কাস্টমস ডিপার্টমেন্ট বাজেয়াপ্ত করেছে। এই ক্যুরিয়ার যিনি পাঠিয়েছেন তার আধার নম্বর খুঁজে পাওয়া গিয়েছে। এই আধার নম্বর ব্যবহার করে একাধিক বেআইনি কাজকর্ম হয়েছে।’ এর পরে তারা ফোন কলটি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফারের করে স্কাইপ কলে যুক্ত হতে বলে। এর পরে টার্গেটকে তারা কথার মারপ্যাচে ফেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি নয়ডার এক মহিলা এই ধরনের জালিয়াতির শিকার হয়ে 11 লক্ষ টাকা খুইয়েছিলেন।

পুলিশ, কাস্টমস, ক্রাইম ব্রাঞ্চ ইত্যাদি শব্দ সাধারণ মানুষের মধ্যে ভয়ের জন্ম দেয়। কিন্তু আপনি কোনও অপরাধ করে না থাকলে এই ধরনের ফোনকল এড়িয়ে চলুন।

2023 সালে কুরিয়ার সার্ভিস স্ক্যাম ছাড়াও চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনা বেড়েছিল। অধিকাংশ লোক ঠকানোর ঘটনা ঘটেছে ওয়ার্ক ফ্রম হোমের টোপ দিয়ে ৷ লোকজনকে বলা হয়েছিল যে তারা ইউটিউব ভিডিও লাইক করলে, অনলাইন প্রোডাক্টের রেটিং দিলে বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন পছন্দ করলে টাকা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতারকরা কাজের জন্য 500-700 টাকার প্রস্তাব দেয়। পরে প্রতারকরা সদস্যপদ দেওয়ার অজুহাতে টাকা আদায় করে। মুম্বইয়ের এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার এ ধরনের প্রতারণার শিকার হন। তিনি একটি হোটেল রেটিং স্কিমে পার্ট-টাইম চাকরির অফার পেয়েছিলেন। পরে তাঁর কাছ থেকে 18 লক্ষ টাকার বেশি লুট হয়েছে।

‘আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করুন, না হলে ব্যবস্থা নেওয়া হবে’- এমন মেসেজও 2023 সালে বহু মানুষকে হয়রান হয়েছিল। বিশেষত প্রবীণ নাগরিকরা সবথেকে বেশি সহজ টার্গেট হয়েছিলেন। মুম্বইয়ে এক প্রবীণ নাগরিকের সঙ্গে 11 লক্ষ টাকার বেশি প্রতারণা করা হয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গৌতম কুমাওয়াতের মতে, কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে OTP শেয়ার করবেন না এবং এমন কাউকে বিশ্বাস করবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সংসদীয় স্থায়ী কমিটিকে জানানো হয়েছে যে 2022 সালে অনলাইন আর্থিক জালিয়াতির পরিমাণ ছিল 2,296 কোটি টাকা। যা 2023 সালে বেড়ে 5,574 কোটি টাকা হয়েছে। আনলক করা ফোন সবসময়ই বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এই ফোন চোরেদের হাতে গুরুত্বপূর্ণ নানা তথ্য চলে যাওয়া আশঙ্কা থাকে। ফলে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে সতর্কতা ও সচেতনতা খুব জরুরি।

Published: January 10, 2024, 14:06 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App