ক্রেডিট কার্ড: পদে পদে লুকোনো ফাঁদ

গত কয়েক বছরে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। টিয়ার-টু এবং টিয়ার-থ্রি শহরগুলিতে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে।

অমিত এবার দুর্গাপুজোর আগে ক্রেডিট কার্ডে কেনাকাটা করেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে বিল কোনও অবস্থাতেই 20 হাজার টাকা ছাড়াবে না। কিন্তু বিল হাতে পাওয়ার পরে তাঁর চক্ষু চড়কগাছ। মোট 22,000 টাকার ক্রেডিট কার্ডের বিল পাঠানো হয়েছিল অমিতকে। এত বড় অঙ্কের বিল দেখে বিরক্ত অমিত খোঁজখবর নিতে ব্যাঙ্কে যান এবং জানতে পারেন, অ্যানুয়াল ফি হিসেবে অতিরিক্ত 2,000 টাকা যোগ করা হয়েছে। কিন্তু অমিতকে এই ধরনের ফি-এর কথা আগে জানানো হয়নি।

শুধু অমিত নন, অধিকাংশ ক্রেডিট কার্ড ব্যবহারকারীকে নানা হিডেন বা লুকোনো চার্জ দিতে হয়।

গত কয়েক বছরে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। দেশের টিয়ার-টু এবং টিয়ার-থ্রি শহরগুলিতে ক্রেডিট কার্ড অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। RBI-এর পরিসংখ্যান অনুসারে, 2023 সালের আগস্ট মাসে অ্যাকটিভ ক্রেডিট কার্ডের সংখ্যা 9 কোটি 13 লক্ষে পৌঁছে গিয়েছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক খরচ ওই মাসে দেড় লক্ষ কোটি টাকা স্পর্শ করেছে।

একটু বুঝেসুঝে ক্রেডিট কার্ড ব্যবহার করলে তা অর্থ সাশ্রয়ে সাহায্য করে। পাশাপাশি এটি আর্থিক প্রয়োজনও পূরণ করে। কিন্তু ক্রেডিট কার্ডে অনেক ধরনের হিডেন চার্জ আছে।

অ্যানুয়াল ফি

ক্রেডিট কার্ড নেওয়ার সময় জয়েনিং এবং অ্যানুয়াল ফি দিতে হয়। এর মধ্যে জয়েনিং ফি শুধুমাত্র একবার দিতে হলেও, ব্যাঙ্কগুলি বিভিন্ন পদ্ধতিতে অ্যানুয়াল ফি নেয়। অনেক সময় কার্ড দেওয়ার সময় গ্রাহককে একথা জানানো হয় না। গ্রাহক টানতে ব্যাঙ্কগুলো বিজ্ঞাপনে দাবি করে যে, তাদের ক্রেডিট কার্ডে কোনও অ্যানুয়াল ফি নেই। কিন্তু এক বছর পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যানুয়াল ফি নেওয়া শুরু করে তারা। এই ফি মোটামুটি 500 টাকা থেকে হাজার পর্যন্ত হতে পারে। সেজন্য ক্রেডিট কার্ড কেনার আগে অ্যানুয়াল ফি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত।

ক্যাশ উইথড্রল ফি

ক্রেডিট কার্ড থেকে ATM-এর মাধ্যমে নগদ তোলা যায়। এক্ষেত্রে টাকা তোলার প্রথম দিন থেকেই সুদ আরোপ করা হয়। বার্ষিক সুদের হার 48% পর্যন্ত যেতে পারে। শুধু তাই নয়, সংস্থাগুলি ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ তোলার জন্য ন্যূনতম 250 টাকা করে সার্ভিস চার্জও চাপিয়ে থাকে।

মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট

ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় দু’টি অপশন দেওয়া হয়। সেক্ষত্রে হয় আপনাকে একটি ন্যূনতম অর্থ দিতে হয়। অথবা বিল পুরোপুরি পরিশোধ করতে হয়। এই মিনিমাম অ্যামাউন্ট পেমেন্টের সুবিধা দিয়ে গ্রাহকের থেকে মোটা সুদ নেওয়া হচ্ছে। যাঁরা প্রতি মাসে মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট করতে পছন্দ করেন তাঁরা ভবিষ্যতে ঋণের ফাঁদে পড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।

লেট পেমেন্ট

ক্রেডিট কার্ডের বিল নির্ধারিত তারিখের পরেও পরিশোধ না করলে ব্যাঙ্কগুলি বকেয়া টাকার উপরে লেট পেমেন্ট ফি চাপায়। বিলের অঙ্ক বেশি হলে লেট ফি-ও বেশি হয়।

EMI-এর সুবিধা

ক্রেডিট কার্ডের মাধ্যমে বড় অঙ্কের কিছু কেনাকাটা করলে মাসিক কিস্তিতে তা মিটিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়। এটি আপাতভাবে সুবিধাজনক বলে মনে হলেও বিনিময়ে অতিরিক্ত চার্জ নিয়ে থাকে ব্যাঙ্কগুলি।

এসব ছাড়াও আরও অনেক হিডেন চার্জ রয়েছে। এবং তা উপেক্ষা করা ব্যবহারকারীদের পকেটের জন্য মোটেই ভালো নয়।

পার্সোনাল ফাইন্যান্স এক্সপার্ট জিতেন্দ্র সোলাঙ্কির মতে, ক্রেডিট কার্ডের নানা সুবিধা থাকলেও এটি বুদ্ধি করে ব্যবহার করা উচিত। এমনকি ঋণ নেওয়ার ক্ষেত্রে একটি ছোট ভুলও আপনাকে ঋণের ফাঁদে ফেলতে পারে। যে কারণে দু’টির বেশি ক্রেডিট কার্ড রাখা ঠিক নয়। ক্রেডিট কার্ডে কী কী চার্জ নেওয়া হচ্ছে তার হিসেব রাখুন। শুধুমাত্র প্রয়োজন এবং আর্থিক ক্ষমতা অনুযায়ী ক্রেডিট কার্ড ব্যবহার করুন।

Published: November 1, 2023, 13:49 IST

পার্সোনাল ফাইনান্স বিষয়ের সর্বশেষ আপডেটের জন্য ডাউনলোড করুন Money9 App