UPI-এর মাধ্যমে জমা দেওয়া যাবে নগদ

এই সুবিধা পাওয়া যাবে CDM বা Cash Deposit Machine-এ। এছাড়া আপনি UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করে নগদ টাকা তুলতেও পারবেন।

alternate

নগদ জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে যাওয়ার পাঠ উঠে গিয়েছে অনেক আগে। এখন বহু ATM থেকেই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যায়। সেক্ষেত্রে ডেবিট কার্ড লাগে। সেই বাধ্যবাধকতাও আর থাকবে না। শীঘ্রই হয়তো আপনি UPI এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা করতে পারবেন। RBI গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে UPI-এর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার এখন তুঙ্গে। যে কারণে UPI-এর মাধ্যমে নগদ জমা করার সুবিধা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে CDM বা Cash Deposit Machine-এ। এছাড়া আপনি UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করে নগদ টাকা তুলতেও পারবেন।

ফেডারেশন অফ অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা FADA 2023 সালের মার্চ মাসে বিক্রি হওয়া গাড়ির রিপোর্ট প্রকাশ করেছে। এই হিসাবে, বার্ষিক ভিত্তিতে 3.14% বৃদ্ধির সাথে গত মাসে ভারতীয় অটো বাজারে 21 লক্ষ 27 হাজার 177টি গাড়ি বিক্রি হয়েছিল। যেখানে গত বছরের মার্চে বিক্রি হয়েছিল 20 লক্ষ 62 হাজার 409টি গাড়ি। থ্রি-হুইলার বিক্রিতে সর্বোচ্চ 17.13% বৃদ্ধি দেখা গিয়েছে। গত মাসে দেশে মোট 1 লক্ষ 5 হাজার 222টি গাড়ি বিক্রি হয়েছে। এক বছর আগে 89,837 থ্রি-হুইলার বিক্রি হয়েছিল। একই সময়ে, বাণিজ্যিক বিভাগে বার্ষিক ভিত্তিতে 5.87% হ্রাস দেখা গিয়েছে। মারুতি সুজুকি 4 চাকার গাড়িগুলির মধ্যে সর্বাধিক 1.26 লক্ষ গাড়ি বিক্রি করেছে, যেখানে Hero MotoCorp 4 লক্ষ 51, 464 গাড়ির সাথে টু-হুইলার গাড়িগুলির মধ্যে শীর্ষে রয়েছে।

নয়া বেতন কাঠামোর প্রতিবাদে সম্প্রতি গণছুটিতে গিয়েছেন Vistara-র অধিকাংশ পাইলট। যে কারণে বেশ কিছু উড়ান বাতিল করে কর্তৃপক্ষ। দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। যদিও Vistara Airlines-এর CEO বিনোদ কান্নান দাবি করেছেন যে, সংস্থার 98 শতাংশ পাইলট নতুন চুক্তিতে সই করেছেন। খুব দ্রুত সব সমস্যার সমাধান সম্ভব হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। Vistara Airlines-এর CEO-র কথায়, ‘একটি দল পাইলটদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। চুক্তির কিছু শর্ত নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন পাইলট। তাঁদের এই উদ্বেগও খুব শিগগির দূর করা হবে।’ এদিকে শোনা যাচ্ছে যে, ভিস্তারা তাদের 10 শতাংশ উড়ান বাতিল করেছে। ফলে চাহিদার থেকে যোগান বেড়ে যাওয়ায় বাড়ছে টিকিটের দাম। ভিস্তারার মুখপাত্র জানিয়েছেন যে, তাঁরা দৈনিক 25 থেকে 30টা ফ্লাইট বাতিল করছেন। যা তাঁদের মোট উড়ানের প্রায় 10 শতাংশ।

বিভিন্ন নিয়ম লঙ্ঘনের জন্য IDFC ফার্স্ট ব্যাঙ্ক এবং LIC হাউজিং ফাইন্যান্সকে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। ঋণ এবং আমানত সম্পর্কিত নিয়ম লঙ্ঘন করেছে এই দুই আর্থিক প্রতিষ্ঠান। IDFC ফার্স্ট ব্যাঙ্কে 1 কোটি টাকা এবং LIC হাউজিংকে 49.70 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে চারটি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এছাড়াও, পাঁচটি NBFC তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফেরত দিয়েছে।

Published: April 8, 2024, 10:03 IST

UPI-এর মাধ্যমে জমা দেওয়া যাবে নগদ