আজ থেকে বাজারে এল FY-24-এর শেষ SGB

আবার এসেছে সভরেন গোল্ড বন্ডে লগ্নির সুযোগ। আজ, অর্থাৎ 12 ফেব্রুয়ারি থেকে এই বন্ডে লগ্নি করা যাবে আগামী পাঁচ দিন। অর্থাৎ আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে।

alternate

দেশের সাড়ে ছ’কোটি চাকুরিজীবীদের জন্য সুখবর। 2023-24 অর্থবর্ষে এই চাকুরিজীবীরা তাঁদের EPFO-এর উপর 8.25% সুদ পাবেন। এই সুদের হার গত বছর ছিল 8.15%। অর্থাৎ এ’বছর EPFO অ্যাকাউন্টহোল্ডাররা 10 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। এই সুদের হার শেষ তিন অর্থবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। সরকারের এই সিদ্ধান্তে EPFO গ্রাহকেরা তাঁদের ভবিষ্যতের জন্য আরও একটু বেশি সঞ্চয় করতে পারবেন। যদিও এর আগে সংবাদসংস্থা PTI জানিয়েছিল এই অর্থবর্ষে সুদের হার কমতে চলেছে। কিন্তু তা যে একেবারেই সঠিক নয় সরকারের এই ঘোষণাই তার প্রমাণ।

আবার এসেছে সভরেন গোল্ড বন্ডে লগ্নির সুযোগ। আজ, অর্থাৎ 12 ফেব্রুয়ারি থেকে এই বন্ডে লগ্নি করা যাবে আগামী পাঁচ দিন। অর্থাৎ আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এবারের SGB-তে প্রতি গ্রাম সোনার দাম রাখা হয়েছে 6,263 টাকা। যদি অনলাইনে লগ্নি করেন তাহলে প্রতি গ্রামে 50 টাকা ছাড় মিলবে। প্রসঙ্গত, এই অর্থবর্ষে এটাই শেষ গোল্ড বন্ড। আবার পরের অর্থবর্ষে SGB-তে লগ্নির সুযোগ মিলবে।

ভারতের পাশাপাশি এখন অনেক দেশ UPI ব্যবহারে উৎসাহ দেখিয়েছে। 12 ফেব্রুয়ারি থেকে মরিশাস এবং শ্রীলঙ্কায় ব্যবহারকারীরা UPI ব্যবহার করতে পারবেন। এই পরিষেবার মাধ্যমে এই দুই দেশে যাওয়া ভারতীয় পর্যটকেরা সহজেই লেনদেন করতে পারবেন। এর পাশাপাশি, মরিশাসের RuPay পরিষেবাও চালু হতে চলেছে। সম্প্রতি ফ্রান্সেও এই UPI পরিষেবা চালু হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন এই পরিষেবার সূচনা করেছেন।

চলতি অর্থবর্ষে প্রত্যক্ষ কর সংগ্রহ 20% বেড়েছে। তথ্য অনুসারে, সরকার চলতি আর্থিক বছরের 10 ফেব্রুয়ারি পর্যন্ত 18.38 লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর সংগ্রহ করেছে। এই কর সংগ্রহ গত আর্থিক বছরের একই সময়ের তুলনায় 2.71 লক্ষ কোটি টাকা বেশি। সরকার ইতিমধ্যেই তার সংশোধিত লক্ষ্যমাত্রার 80.23% কর সংগ্রহ করে ফেলেছে। অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2023-24 আর্থিক বছরের জন্য প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা 18.23 লক্ষ কোটি থেকে বাড়িয়ে 19.45 লক্ষ কোটি টাকা করেছিলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কারণে জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতি 4.7%-এ নেমে আসতে পারে। ব্যাঙ্ক অফ বরোদার সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, মুদ্রাস্ফীতি যে 20টি প্রধান জিনিসের উপর নির্ভর করে কষা হয়ে থাকে তার মধ্যে 18টির দাম কমেছে। এর প্রত্যক্ষ প্রভাব দেখা যাবে মুদ্রাস্ফীতি হ্রাসের মধ্য দিয়ে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে এক শতাংশ কমেছে। 2023 সালের সেপ্টেম্বরের পর এটি সবচেয়ে বড় পতন। বিশেষ করে এই সময় সবজির দাম দ্রুত কমেছে। পাশাপাশি, বিদ্যুতের দাম স্থিতিশীল রয়েছে। পাশাপাশি, জানুয়ারিতে সব ধরনের ভোজ্যতেলের খুচরো দামও ও ডালের দাম কমেছে।

বিশ্বজুড়ে ছাঁটাইয়ের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। এর প্রভাব এখন ভারতেও পড়তে শুরু করেছে। আর্থিক সংকটের মুখে থাকা বিমান সংস্থা স্পাইসজেট প্রায় দেড় হাজারের মতো কর্মী ছাঁটাই করতে চলেছে। সংস্থা খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে। ET-এর এক রিপোর্ট অনুসারে, SpiceJet 1,400-এর বেশি কর্মী ছাঁটাই করতে চলেছে। যা সংস্থার মোট কর্মীর প্রায় 15%। বর্তমানে সংস্থায় প্রায় নয় হাজার কর্মী রয়েছেন। সংস্থাটি বর্তমানে সারা দেশে প্রায় 30টি বিমান নিয়ে পরিষেবা পরিচালনা করে।

সরকার পেটিএম পেমেন্টস সার্ভিসেস লিমিটেডে (PPSL) চিন থেকে সরাসরি বিদেশী বিনিয়োগ এসেছে কিনা তার তদন্ত করছে। PPSL হল One-97 কমিউনিকেশন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। PPSL একটি পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য 2020 সালের নভেম্বরে RBI-এর কাছে লাইসেন্সের জন্য আবেদন করে। RBI 2022 সালের নভেম্বরে এই আবেদন প্রত্যাখ্যান করেছিল। সেই সময় শীর্ষ ব্যাঙ্ক সংস্থাকে ফের আবেদন জমা দিতে বলেছিল। One-97 কমিউনিকেশন লিমিটেডে প্রখ্যাত চিনা সংস্থা অ্যান্ট গ্রুপ লগ্নি করেছে বলেই খবর।

Published: February 12, 2024, 11:00 IST

আজ থেকে বাজারে এল FY-24-এর শেষ SGB